📢 ক্যাটেগরি অনুযায়ী নোটিশ

রেজাল্ট প্রকাশ ক্যাটেগরিতে 2 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল 10 Jul 2025 নেই
2 ৬ষ্ঠ-৯ম শ্রেণি অর্ধ-বার্ষিক ও ১০ম শ্রেণির মুল্যায়ন (২য়) পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ 31 Jul 2025 নেই
জরুরি বিজ্ঞপ্তি ক্যাটেগরিতে 4 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের বকেয়া বেতন পরিশোধ করতে বলা হচ্ছে। 23 Jul 2025 নেই
2 ওয়েবসাইট উন্নয়নের কাজ চলছ...... 01 Jul 2025 নেই
3 নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম চলমান 10 Sep 2025 নেই
4 টাইফয়েড ভ্যাকসিন টিকা প্রদান কর্মসূচি 10 Sep 2025 নেই
সাধারণ বিজ্ঞপ্তি ক্যাটেগরিতে 5 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 ৬ষ্ঠ-১০ম শ্রেণির মুল্যায়ন/অর্ধ-বার্ষিক -২০২৫ খ্রিঃ পরীক্ষার পর থেকে প্রতিদিনের কম্পিউটার ক্লাস সকাল ৮:৫০ থেকে শুরু হবে। 24 Jul 2025 নেই
2 জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ প্রতিপালন প্রসঙ্গে 04 Aug 2025 নেই
3 ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি নোটিশ (০৫–২০ আগস্ট ২০২৫) 06 Aug 2025 নেই
4 বার্ষিক শ্রেণি পরীক্ষা-২০২৫ খ্রিঃ ( কেজি শাখ) 22 Oct 2025 দেখুন
5 নির্বাচনি/বার্ষিক পরীক্ষা-২০২৫ খ্রিঃ 28 Oct 2025 দেখুন
নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাটেগরিতে 1 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 রসায়ন ও গণিতে পারদর্শী ০১ জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে 30 Jul 2025 নেই
সাজেশন ক্যাটেগরিতে 5 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 ষষ্ঠ শ্রেণীর জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) অধ্যায়-১ম (অংশ-১) 03 Aug 2025 নেই
2 ষষ্ঠ শ্রেণীর জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) অধ্যায়-১ম (অংশ-২) 03 Aug 2025 নেই
3 ষষ্ঠ শ্রেণীর জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) অধ্যায়-১ম (অংশ-৩) 03 Aug 2025 নেই
4 ষষ্ঠ শ্রেণীর জন্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বহুনির্বাচনি) অধ্যায়-১ম (অংশ-3) 03 Aug 2025 নেই
5 ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় 13 Aug 2025 নেই
রুটিন ক্যাটেগরিতে 1 টি নোটিশ রয়েছে।
নং শিরোনাম তারিখ PDF পদক্ষেপ
1 ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি ও প্রাথমিক শাখার দ্বিতীয় সাময়িক পরীক্ষা -২০২৫খ্রি: 01 Sep 2025 দেখুন
সকল

আমাদের কার্যক্রম

বিদ্যালয় বা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম হলো শিক্ষার্থীদের সার্বিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন দক্ষতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ব ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। বিদ্যালয়ের সকল কার্যক্রম যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, সমাজসেবা এবং পাঠশালা সংক্রান্ত কর্মশালা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ভূমিকা রাখে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, দায়িত্বশীলতা এবং দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুত করে তোলে।

সহ-শিক্ষা কার্যক্রম

আমাদের সম্পর্কে

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের কোকিলপাড়া গ্রামে অবস্থিত। ১৯৩৬ সালে শিক্ষানুরাগী ও সমাজসেবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রায় ৯০ বছরের দীর্ঘ ইতিহাস বহন করে চলেছে এই বিদ্যালয়, যেখানে হাজারো শিক্ষার্থী প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে সুশিক্ষা লাভ করে নিজ নিজ জীবনের পথে অগ্রসর হয়েছে। বিদ্যালয়টি শান্তিপূর্ণ ও সবুজ পরিবেশে গড়ে উঠেছে। এটি একটি দ্বি-তলা একাডেমিক ভবন, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, খেলার মাঠ এবং আধুনিক শ্রেণিকক্ষসহ একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রতিবছর শতভাগ পাশের গৌরব বজায় রেখে চলেছে। বিদ্যালয়ের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়; বরং নৈতিকতা, শৃঙ্খলা, প্রযুক্তি, খেলাধুলা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ একযোগে আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছেন, যার ফলে বিদ্যালয়টি বর্তমানে উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৫০০+ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং শিক্ষক সংখ্যা প্রায় ২০ জন। প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা নীতির আলোকে পরিচালিত হয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অন্তর্ভুক্ত। বিশেষ বৈশিষ্ট্য: দীর্ঘ ঐতিহ্যবাহী ইতিহাস ফলপ্রসূ একাডেমিক সাফল্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাদান জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ক্রীড়া ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণিচ্ছে।

বিদ্যালয়টি ১৯৩৬ সালে স্থাপিত হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায়। শুরুতে এটি একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়।

কলাকোপা গ্রামের ছোট্ট এক স্কুল হিসেবে ১৯৩৬ সালে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান—একজন গ্রামের শিক্ষক ও কয়েকজন শিক্ষানুরাগীর মূল উদ্যাগে। প্রথমে ক্লাসগুলো মাটির মেঝেতে বসে নেওয়া হতো। তারপর ধীরে ধীরে “কাঠের ভবন” তৈরি করা হয়, যা গ্রামের সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। ১৯৪০–এর দিকে গ্রামের জমিদার অংশ কিছু জায়গা দান করেন। তাতেই তৈরি হয় ইটের নির্মাণভবন, যেখানে শীতকালে ঠান্ডা হাওয়ার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা পেতে পারে। পরে সেখানে প্রথমবার অফিস কক্ষে রূপ নেয়। উনিশ শতকের পঞ্চাশ-ষাটের দশকে বিদ্যালয় নতুন পাঠ্যক্রম চালু করে। বাংলা সাহিত্যে ও গণিতে বিশেষাধিকার প্রতিষ্ঠা পায়। তবে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—বিদ্যালয়টি তখন আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। স্কুল মাঠে পতাকা উত্তোলন ও শিক্ষা আলোচনা পাঠ চালু ছিল মুক্তিযুদ্ধের প্রতিবাদী খ্যাতিতে। গোটা অঞ্চলে এটি এক অগ্রণী নাও হয়ে ওঠে। ২০০০–এর পর থেকে বিদ্যালয় আধুনিকায়নের দিকে যায়। ক্রীড়া, বিজ্ঞান, সৃজনশীলতা, তথ্যপ্রযুক্তি—প্রতিটি বিভাগে রূপান্তর ঘটে। নব্বই-এর দশকে বিজ্ঞান বিভাগ উদ্বোধিত হয়; পরে কম্পিউটার ল্যাব চলে আসে। ২০১৫ থেকে শুরু হয় স্মার্ট ক্লাস ও প্রজেক্টর-ভিত্তিক পাঠদান। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস চালিত হয় Google Classroom ও Zoom এর মাধ্যমে। বর্তমানে বিদ্যালয়ে: নবায়ন ও রিডিং রুম স্থাপন বিজ্ঞান মেলা, রোবোটিক্স ও সোলার প্যানেল প্রকল্প ISO সার্টিফিকেশন (২০১৭) পরিবেশ ও মানবিক আচার-অনুষ্ঠান এগুলো তার ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করছে।

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিয়মিতভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। বিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করা। প্রতিবছর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, ফুটবল, ক্রিকেট, বল নিক্ষেপসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, চিন্তা ও উপস্থাপনা দক্ষতা বিকাশের সুযোগ পায়। এছাড়া শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নে বিদ্যালয়ে স্কাউট, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ক্লাব কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব ও আইসিটি বিষয়ক প্রশিক্ষণ চালু করেছে। এর মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সভা, সাফাই অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, জাতীয় দিবস উদযাপনসহ আরও অনেক সামাজিক ও জাতীয় অনুষ্ঠান পালিত হয়। এসব আয়োজন শিক্ষার্থীদের জাতীয় চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
  • শিক্ষামূলক কার্যক্রম (SSC, JSC)
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • জাতীয় দিবস পালন
  • ছাত্র-ছাত্রীদের জন্য স্কাউটিং, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা
  • শিক্ষক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ
01

মানবিক ক্লাব

“সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পথ।” সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক ক্লাবের মূল লক্ষ্য। একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজসেবামূলক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

02

আইটি ক্লাব

আইটি ক্লাব" হলো একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ক্লাব যা শিক্ষার্থীদের আইটি জ্ঞান, দক্ষতা ও বাস্তবমুখী অভিজ্ঞতা বাড়াতে কাজ করে। একটি প্ল্যাটফর্ম যেখানে সদস্যরা কম্পিউটার, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সাইবার এআই শেখে ও প্র্যাকটিস করে।

03

বিজ্ঞান ক্লাব

বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, আবিষ্কারের আগ্রহ এবং বাস্তব জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করে। এর মাধ্যমে তারা এক্সপেরিমেন্ট, মডেল তৈরির কাজ, বিজ্ঞান মেলা, কুইজ, ডকুমেন্টারি দেখার মতো কার্যক্রমে অংশ নেয়।

04

সাংস্কৃতিক ক্লাব

সাংস্কৃতিক ক্লাব (Cultural Club) হলো একটি সৃজনশীল ও আনন্দময় প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থী বা সদস্যরা গান, নাচ, আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, সাহিত্য ও বিভিন্ন শিল্পকলার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে।

📦 আমাদের ব্যবহৃত সফটওয়্যার লিংকসমূহ

প্রশংসাপত্র

আমাদের শিক্ষার্থীরা কি বলছে

শিক্ষার্থীদের মতামত আমাদের কাজের প্রেরণা।

ক্লাব

আমাদের ক্লাবসমূহ

বিদ্যালয়ের ক্লাব হলো একটি সংগঠিত শিক্ষামূলক বা সহপাঠ কার্যক্রম যেখানে শিক্ষার্থীরা তাদের বিশেষ আগ্রহ, প্রতিভা ও দক্ষতা বিকাশের সুযোগ পায়।