Help (en-US)
শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি সাধন করে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় বুৎপত্তি অর্জন এবং উৎকর্ষ সাধন ছাড়া কোন জাতির পক্ষেই উন্নতি লাভ করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য যুগোপযোগী সিলেবাস তৈরি করে ছাত্র-ছাত্রীদের সৎ, চরিত্রবান, উদ্যমী, সাহসী, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সর্বোপরি “কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় ” এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের মানচিত্রে একটি সর্বশ্রেষ্ঠ ও আদর্শ কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। আর এর জন্য কামনা করছি প্রতিষ্ঠানটির প্রতি এলাকার সর্বস্তরের জনগণের ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা।
জনাব মোঃ শাহ আলম
প্রধান শিক্ষক
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৩৬ সাল থেকে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাকলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রতিতে বর্তমান সরকারের “ভিশন-২০২১” বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং মুসলিম মডার্ন একাডেমির প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্নার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। তাই মুসলিম মডার্ন একাডেমি ও এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।
শুভেচ্ছান্তে
জনাব মোঃ আদনান খন্দকার
সভাপতি
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়
ম্যানেজিং কমিটি
This tells you a bit about this blog and the person who writes it.
When you are logged in you will be able to edit this page by selecting the edit icon.
Workflows manage the stages your articles must go through until they are published.
The component to manage workflows is not enabled by default.
To see the workflow that we have provided with the sample data, you first need to enable this functionality.
- Access the administration area
- From 'Content' > 'Articles' > 'Options' > 'Integration' tab set 'Enable workflow' to 'Yes'
- Save changes
Now when you access 'Content' again you will see the section 'Workflows'.
When you edit an article you will also see the new transitions for articles related to workflows.
- Details
- Category: Help (en-US)