ইতিহাসঃ বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় রাধারমন রায় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় ০১/০১/১৯৩৬ ইং তারিখে তাঁর স্বর্গীয় মায়ের নামানুসারে ’’কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়’’ নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৯০-এর দশকে বিদ্যালয় গৃহটি(টিনের ঘর) জরাজীর্ণ হয়ে পড়লে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কে, এস, আলম পোখরাজ সুবৃহৎ দ্বিতলা ভবন নির্মাণসহ বিদ্যালয়ের অবকাঠামোগত প্রভুত উন্নয়ন সাধন করেন।

ঢাকার নবাবগঞ্জের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়; বাবু রাধারমণ রায় তার নিজে জমিতে তার মায়ের নামে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত করে। নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টির সকল কার্যক্রম চলে। তারপর কলকাতা থেকে বিদ্যালয়টি স্বীকৃত লাব করে। তখনকার সময়ে টিনের ঘরে ক্লাস চলত। তারপর বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী জনাব কে.এস.আলম পোখরাজ বিদ্যালয়ের কয়েকটি ভবন নিজ অর্থায়নে নির্মাণ করেন। তিনি এখন বিদ্যালয়ের সভাপতি হিসেবে রয়েছেন। তার বছরেরও বেশি কাল ধরে স্কুলটি তার স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জল। উত্তর জনপদের ঐতিহ্য দিনাজপুর জিলা স্কুল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এবং নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত।