ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রায় ১৪০০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। বিদ্যালয়টিতে রয়েছে দক্ষ শিক্ষক-শিক্ষিকামন্ডলী, পরিচালনা পর্ষদ। বিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, আধুনিক বিজ্ঞানাগার, আইসিটি ক্লাব, মানবিক ক্লাব । প্রতিদিন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা। সরকার প্রদত্ত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”। প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষিকামন্ডলীদের ইন-হাউস-প্রশিক্ষণ দেওয়া হয়।   প্রতি বছর উপজেলায় পাবলিক রেজাল্ট (পিইসি, জেএসসি, ও এসএসসিসহ স্কলারশীপ এ ) উপজেলার ১ম অবস্থানে থাকে। এছাড়াও  স্কাউট, বিজ্ঞান মেলা অন্যান্য কর্মসূচীতে ১ম স্থান অর্জন করে। ২০১৬,২০১৮ ও ২০১৯ খ্রিঃ উপজেলায় শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান ও ২০১৯ সালে ঢাকা জেলায় শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান  নির্বাচিত হয়েছিল। বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রী জেলা, উপ-অঞ্চল, অঞ্চল, বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করছে।
* বর্তমান বিশ^ এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা, আধুনিক  তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের ভিশন-২০২১ (রূপকল্প-২০২১) ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী।*
আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারী উচ্চ  বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েবসাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক শুভাকাক্ষী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন, দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।

(মোঃ শাহ আলম)
প্রধান শিক্ষক
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়

(মোঃ শাহ আলম)
প্রধান শিক্ষক
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়