কোর্সের বিবরণ

মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই সমানভাবে গুরুত্বপূর্ণ। কোডিভ-১৯ অতিমারির প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, আবেগ ও আচরণগত বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় উপলদ্ধি করেছে যে, মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন বিষয়ের নেতিবাচক প্রভাব কমানোর জন্য মাধ্যমিক স্তরের শিক্ষকগণের এ বিষয়ে সচেতনতা ও দক্ষতার উন্নয়ন জরুরি। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে শিক্ষকগণের সচেতনতা ও প্রাথমিক ধারণা অর্জনের জন্য ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট-১)’ অনলাইন প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করেছে। এই উদ্যেগের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষকগণকে এই কোর্সটি সম্পন্ন করানোর মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসিকভাবে স্বাভাবিক থাকার জন্য সহায়তা করতে প্রস্তুত করা।

কোর্সের উদ্দেশ্য

এই কোর্সের মূল উদ্দেশ্য হলো কোভিড-১৯ অতিমারিকালীন এবং স্বাভাবিক পরিস্থিতিতে মাধ্যমিক স্তরের  শিক্ষকগণকে –

·  শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক ধারণা প্রদান;

·  মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ;

· মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত রেফারেল বিষয়ে অবহিত করা;

· মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড প্রদান বিষয়ক মুখোমুখি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা।

পাঠতালিকা

মোট পাঠ ৬৩টিমোট সময় ০১:১৯:৪৮

–অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংক্ষিপ্ত নির্দেশনা

০২:০০

শিক্ষকগণের জন্য নির্দেশনা 

০২:০০

+মডিউল-১: মানসিক স্বাস্থ্য কী ও প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবায় শিক্ষকের ভূমিকার গুরুত্ব

১৪টি পাঠ২০:৩৩

+মডিউল-২: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণসমূহ (পর্ব-১)

৭টি পাঠ০৬:১০

+মডিউল-৩: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণসমূহ (পর্ব-২)

৬টি পাঠ০৫:০০

+মডিউল-৪: কোভিড- ১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা

৫টি পাঠ০৬:১০

+মডিউল-৫: মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে শিক্ষকগণের পালনীয় নীতি

৬টি পাঠ০৮:৩০

+মডিউল-৬: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা প্রশমনে প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক ব্যবস্থা

৮টি পাঠ০৬:৫০

+মডিউল-৭: মানসিক স্বাস্থ্য উন্নয়নের কৌশল: নিজের যত্ন নেওয়া ও চাপ নিরসনে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম

১০টি পাঠ১২:২০

+মডিউল ৮: রেফারেলের জন্য বিভিন্ন ধরনের সেবাকেন্দ্র সমূহ

৫টি পাঠ১২:১৫

+কোর্সের সকল কুইজ

১টি পাঠ